কল্যাণী-মদনপুর রাজ্য সড়কে গাছের গুড়ি ফেলে গাড়ি থামিয়ে পরের পর ডাকাতি

ঠিক কত টাকা ডাকাতরা লুঠ করেছে সে সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা এখনও মেলেনি। পুলিশ জানিয়েছে, আনুমানিক দেড় থেকে দু’ঘণ্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ওই দু’ঘণ্টা সময়ের মধ্যে যতগুলি গাড়ি ওই রাস্তায় চলাফেরা করছিল প্রত্যেকটি গাড়িতে তারা লুটপাট চালায়। ফলে টাকার অঙ্কটা যথেষ্টই বেশি।

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রাতের অন্ধকারে গাছের গুড়ি ফেলে রাজ্য সড়ক আটকে পরের পর ডাকাতি করল দুষ্কৃতীদল। দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে চাকদহ থানার মদনপুরে।

রবিবার গভীর রাতে কল্যাণী-মদনপুর রাজ্য সড়কের উপর ঈশ্বরীপুর এলাকায় জড়ো হয় ডাকাতদল। ওই পথে যাতায়াতকারী গাড়ি থামিয়ে ব্যবসায়ীদের কাছে থেকে প্রচুর অর্থ লুঠ করে তারা। বাধা দিয়ে গিয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। তাঁদের মধ্যে একজনের হাত ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। কল্যাণী থেকে মদনপুর যাওয়ার ওই রাস্তায় সারারাত সবজির গাড়ি ও মাছের গাড়ি যাতায়াত করে। মূলত এই গাড়িগুলি থামিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা লুঠ করার উদ্দেশ্যেই দুষ্কৃতী দল সেখানে জড়ো হয়েছিল

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত একটা থেকে দেড়টার মধ্যে ৮ থেকে ১০ জনের দুষ্কৃতী দল গাছের গুড়ি ফেলে রাস্তার দু’টি মোড় আটকে দেয়। এরপর ওই রাস্তায় যত গাড়ি এসেছে সেগুলি থামিয়ে আরোহীদের মারধর করে ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে দেখিয়ে টাকা পয়সা লুঠ করে। ডাকারদের বাধা দিতে গিয়ে তাদের মারে জখম হন পাঁচ থেকে ছ’জন ব্যবসায়ী।  ট্রাকচালক শাহরুখ সর্দার বলেন, ‘‘অনেকদিন ধরে এই রাস্তায় সবজি নিয়ে যাতায়াত করি। এমন কোনও দিন হয়নি। রাস্তায় গাছের গুড়ি পড়ে থাকায় গাড়ি থামাতে বাধ্য হয়েছিলাম আমি। তারপরেই ওরা এসে বন্দুক দেখিয়ে গাড়ির চাবি কেড়ে নেয়। এরপর বন্দুক দেখিয়ে আমার কাছে যা ছিল সর্বস্ব নিয়ে পালিয়ে গেছে।’’

এই এলাকার বাসিন্দা কৃষক সাদ্দাম মণ্ডল বলেন, ‘‘এই রাস্তায় সারারাত ধরে লোকজন চলাফেরা করে। সবজির ট্রাক, মাছের ট্রাক চলাচল করে। সেখানে ডাকাতরা জড়ো হয়ে এমন তাণ্ডব চালাবে ভাবতে পারছি না। এই ঘটনায় আমরা যথেষ্ট আতঙ্কিত।’’

ঠিক কত টাকা ডাকাতরা লুঠ করেছে সে সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা এখনও মেলেনি। পুলিশ জানিয়েছে, আনুমানিক দেড় থেকে দু’ঘণ্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ওই দু’ঘণ্টা সময়ের মধ্যে যতগুলি গাড়ি ওই রাস্তায় চলাফেরা করছিল প্রত্যেকটি গাড়িতে তারা লুটপাট চালায়। ফলে টাকার অঙ্কটা যথেষ্টই বেশি।

এ দিকে রাতের অন্ধকারে এই লুঠপাটের ঘটনা জানাজানি হতেই ক্ষোভ ছড়ায় গোটা এলাকায়। ডাকাতদের গ্রেফতারের দাবিতে সোমবার সকাল থেকে কল্যাণী-মদনপুর রাজ্য সড়ক অবরোধ করেন এলাকার মানুষ। পরে পুলিশ গিয়ে ডাকাতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

<script type=’text/javascript’ src=’//pl15602942.profitablegate.com/6e/99/13/

"zone name","placement name","placement id","code (direct link)"
technicalguide.school.blog,Popunder_1,15502443,"<script type='text/javascript' src='//pl15602942.profitablegate.com/6e/99/13

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started