নেটফ্লিক্স-এর ওয়েব সিরিজ Krishna and His Leela-তে দেখানো হয়েছে, একটি ছেলের নাম কৃষ্ণ৷ সে একাধিক মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত৷





- NEWS18 BANGLA
- LAST UPDATED: JUNE 29, 2020, 5:06 PM IST
এ বার ভারতে শুরু হল #BoycottNetflix ক্যাম্পেন৷ ট্যুইটারেও ট্রেন্ডিং এই হ্যাশট্যাগ৷ নেটফ্লিক্স-এর বিরুদ্ধে অভিযোগ, একটি ওয়েব সিরিজে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করা হয়েছে৷ তার জেরে হিন্দুদের ভাবাবেগে আঘাত লেগেছে৷ ওয়েব সিরিজটির নাম ‘কৃষ্ণা অ্যান্ড হিজ লীলা’ (Krishna and His Leela)৷
কেন বিতর্ক? নেটফ্লিক্স-এর ওয়েব সিরিজ Krishna and His Leela-তে দেখানো হয়েছে, একটি ছেলের নাম কৃষ্ণ৷ সে একাধিক মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত৷ সেই সব মহিলাদের মধ্যে একজনের নাম রাধা৷